‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে’

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:৩৯

ছবি : বাংলাদেশের খবর
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
শনিবার (২৪ মে) নোবিপ্রবি সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) আয়োজিত ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ–২০২৫’ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় উদ্বুদ্ধ করবে।’
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় আইকিউএসি কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বণিক বার্তার সাবেক ডেপুটি চীফ রিপোর্টার সাইফ সুজন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জোবায়ের চৌধুরী এবং দৈনিক যুগান্তরের রিপোর্টার ও ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. হানিফ বলেন, ‘সাংবাদিকরা ক্যাম্পাসের ইতিবাচক দিক জাতীয় পর্যায়ে তুলে ধরছেন। তবে যাচাই না করে ভুল তথ্য পরিবেশন এড়ানো জরুরি।’
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।
আবদুল্লাহ আল নাঈম/এআরএস