Logo

ক্যাম্পাস

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৮:৪৭

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের ওপর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ভাস্কর্য চত্বর শুরু করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, রাতে মেহেদির ছেড়া শার্ট ও আহত অবস্থা দেখে আমি হতভম্ব হয়েছি। মেহেদী একজন শান্ত স্বভাবের ছেলে ও জুলাই আন্দোলনের একজন সক্রিয় শিক্ষার্থী।  তার ওপরে যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, আমরা ভেবেছিলাম শেখ হাসিনার শাসনব্যবস্থা না থাকলে দেশে সবকিছু স্বাভাবিক হবে। সকলে শান্তিতে ঘুমাতে পারবে ও দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেখি সেই আগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিদ্যমান। 

এসময় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, মেহেদী হাসান আপনাদের সরকারেরই একটা অংশ। আপনারা যদি আপনাদেরই রক্ষা করতে না পারেন, তাহলে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আবার জেগে উঠবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এর আগে, গত ২৪ মে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার মেহেদির নিজ এলাকায় মেহেদী হাসানের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এরপর তাকে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহজাহান নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর