Logo

ক্যাম্পাস

আজহারের খালাস মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত : জাবি সাংস্কৃতিক জোট

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:৩৩

আজহারের খালাস মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত  : জাবি সাংস্কৃতিক জোট

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়ায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট। এক বিবৃতিতে তারা এই রায়কে ‘মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।

সংগঠনের দপ্তর সম্পাদক সরদার ইসফার সাদীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে একাধিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে রংপুরের মোকসেদপুর গ্রামে ১৪ জনকে হত্যা, ঝাড়ুয়ারবিলে ১৪০০ হিন্দু গ্রামবাসীকে হত্যা এবং দমদম ব্রিজে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনা। মামলার সাক্ষীদের মধ্যে একজন ছিলেন একজন বীরাঙ্গনা, যিনি নিজে নির্যাতনের শিকার হয়েছেন বলে আদালতে সাক্ষ্য দেন।

জোট বিবৃতিতে উল্লেখ করে, ‘এই রায়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির দায়মুক্তির পথ সুগম করার একটি গভীর রাজনৈতিক অভিপ্রায় প্রতিফলিত হয়েছে। এটি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির আশঙ্কা তৈরি করছে।’

তারা রায়ের পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পুনরুৎ্থান রুখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগ থেকে খালাস দেন। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার মৃত্যুদণ্ডের রায় বাতিল হয়।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর