Logo

ক্যাম্পাস

জবিতে থিসিস-এমফিলে এবারই প্রথম বাজেট বরাদ্দ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:০২

জবিতে থিসিস-এমফিলে এবারই প্রথম বাজেট বরাদ্দ

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ অর্থবছরের ২৯৭ কোটা টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে প্রথমবারের মতো মাস্টার্সের থিসিস ও এমফিল-পিএইচডির জন্য ১ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০২ তম সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এ বাজেট ঘোষণা করেন।

বাজেট উত্থাপন করে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, এবছর বাজেটে মাস্টার্সের থিসিস ও এমফিল-পিএইচডির জন্য ১ কোটি অনুদান বরাদ্দ রাখা হয়েছে। এতে মাস্টার্স-থিসিসের জন্য ৫০ লাখ এবং এমফিল-পিএইচডির জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষকদের গবেষণার জন্য আমাদের বরাদ্দ থাকে। সেই বরাদ্দ এবারও আছে। তবে শিক্ষার্থীদের গবেষণা বৃদ্ধির জন্য আমাদের এই নতুন উদ্ভাবন। 

জেএন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর