Logo

ক্যাম্পাস

শিক্ষার গুণগত মান উন্নয়নে ইবিতে কর্মশালা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২১:৪৬

শিক্ষার গুণগত মান উন্নয়নে ইবিতে কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক প্রক্রিয়া আধুনিকায়নের লক্ষ্যে পাঁচটি কর্মশালার আয়োজন করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

মে মাসে শুরু হওয়া এ কর্মশালাগুলো সোমবার (৩০ জুন) আইকিউএসির সভাকক্ষে সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক, বিভাগীয় চেয়ারম্যান ও ডিন এবং দুই শতাধিক কর্মকর্তা এসব কর্মশালায় অংশ নেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ উদ-দৌলা ও অধ্যাপক ড. আবদুর রউফের সহায়তায় কর্মশালাগুলো পরিচালিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

রিসোর্স পারসন হিসেবে আরও অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক।

জানা গেছে, 'ওবিই কারিকুলাম' ও 'অ্যাক্রেডিটেশন প্রোগ্রাম' শীর্ষক দুটি কর্মশালায় অংশ নেন প্রায় তিন শতাধিক শিক্ষক। অন্যদিকে, ‘অফিস ম্যানেজমেন্ট ও স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক চারটি পৃথক কর্মশালায় অংশ নেন দুই শতাধিক কর্মকর্তা।

এছাড়া চেয়ারম্যান ও ডিনদের অংশগ্রহণে ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং’ এবং বিজ্ঞান অনুষদের পিএসএসি কমিটির সদস্যদের নিয়ে ‘ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস’ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, ‘আমাদের কাজ মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই, সাপোর্টিং স্টাফ ও নিয়োগদাতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করা। এ লক্ষ্যে প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। গত ১২ মে থেকে প্রতিটি কর্মদিবসে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই অর্থবছরে আমরা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। ইউজিসি থেকেও পুরো বরাদ্দ খরচ করা সম্ভব হয়েছে। সেজন্য আইকিউএসি খাতে এবার আরও বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর