বাসায় ঝুলছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৮:০৯

ছবি : সংগৃহীত
রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে বাড্ডা থানাপুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর নাম আসাদুজ্জামান দুর্ব (২৫)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দুর্বকে ঝুলে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
এসআই রাশেদ বলেন, নিহত শিক্ষার্থী তার এক বন্ধুর সঙ্গে মেরুল বাড্ডার ল-৩২/৪/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। একাধিক কক্ষের বাসায় দুর্ব নিজের একটি রুমে থাকতেন এবং তার সঙ্গী থাকতেন ড্রয়িংরুমে। ঘটনার সময় দুর্ব সেই রুমেই ঘুমাচ্ছিলেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবার অগোচরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন দুর্ব।
উল্লেখ্য, দুর্বের বাড়ি বরিশালের কাউনিয়া থানার কাজীবাড়ি মসজিদের ১ নম্বর লেনে। তার বাবা শামসুজ্জামান বাবু একজন ইঞ্জিনিয়ার এবং মা একটি স্কুলে শিক্ষকতা করেন।
- এনএমএম/এটিআর