
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের (A, B, C, D ও E ইউনিট) ৮ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ২ জুলাই (বুধবার) থেকে। চলবে আগামী ৪ জুলাই (শুক্রবার) পর্যন্ত।
মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://jnuadmission.com)–এ নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ভর্তি ফি জমা দিতে পারবেন।
অনলাইনে ভর্তি ফি পরিশোধের পর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি ফি
বিজ্ঞান অনুষদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা ও চারুকলা অনুষদে ভর্তি ফি ১২ হাজার ৪৩ টাকা। এ ছাড়া বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটগুলোর ফি ১০ হাজার ৪৩০ টাকা।
যে কাগজপত্র জমা দিতে হবে
১. এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র
২. ইনভিজিলেটরের স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৩. অনলাইনে পূরণ ও প্রিন্টকৃত ভর্তি ফরম
৪. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- জান্নাতুন/এটিআর