Logo

ক্যাম্পাস

নোবিপ্রবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:০৩

নোবিপ্রবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হল থেকে গাঁজাসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, তানভীর সরকার ও উসাইং সি। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযানের পর তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড.মো.তসলীম মাহমুদ। তিনি বলেন, আমাদের কাছে আগে থেকেই কিছু তথ্য ছিল। সিট বিরোধ নিষ্পত্তির সময় আমরা সেই কক্ষে অভিযান চালাই। তল্লাশিতে মাদকদ্রব্য পাওয়ার পর সঙ্গে সঙ্গে রুমে তালা লাগিয়ে দিই এবং অভিযুক্তদের বহিষ্কার করি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা মাদকের বিষয়টি স্বীকার করে লিখিত স্বীকারোক্তিও দিয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও  শিক্ষকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

  • নাঈম/এটিআর
  •  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোয়াখালী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর