Logo

ক্যাম্পাস

বেরোবির মুখতার ইলাহী হলে খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৪:২৫

বেরোবির মুখতার ইলাহী হলে খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুখতার ইলাহী হলে খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হলের ডাইনিংয়ে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থী তার ভাতে পোকা দেখতে পান। বিষয়টি ডাইনিং পরিচালনাকারীদের জানালে তাকে নতুন একটি প্লেট দেওয়া হয়। তবে তারা এ ঘটনায় তেমন গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে।

ভাতে পোকা পাওয়া অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শাওন বলেন, খাবারে পোকা পাওয়ার পর খাবারের রুচিই চলে গেছে। আমি আর জোড়াজুড়ি করিনি। আমাকে পরে নতুন প্লেট দিয়েছে। কোনো রকম খেলাম। এসব দেখে আর খাওয়ার রুচি থাকে?

এদিকে হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। অনেকবার জানালেও দায়িত্বরত ব্যক্তিরা গুরুত্ব দেন না। এ ছাড়া নিম্নমানের চাল দিয়ে ভাত রান্না, বাসি ভাত পরিবেশনের অভিযোগও করেছেন তারা।

আরেক শিক্ষার্থী নূর ইসলাম নাইম বলেন, খাবার নিয়ে তো অভিযোগ আছেই। মাংসের পিস ছোট। মাঝে মাঝে বললে সেটা বড় করে। আবার ছোট-বড় মিক্সড করে দেয়। এছাড়া প্রতিদিনই থাকে তেহারি, যেটা বাহিরেও একই দাম। তাহলে আমরা কেন এখানে খাব? আবার তেহারিতে মাংসই পাওয়া যায় না।

একই বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ডাইনিং পরিচালনায় অদক্ষতা আছে। সময়মতো খাবার মেলে না, স্বাদও খারাপ। প্রভোস্ট বডির তেমন নজরদারি নেই। সব মিলিয়ে অব্যবস্থাপনা চরমে।

এদিকে খাবারে পোকা পাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী তানভির হাসান দিপু একটি পোস্টে ব্যঙ্গ করে লেখেন, ‘মুখতার ইলাহী হলের স্পেশাল মেনু—ভাতে-পোকা রেসিপি! হয়তো আমিষের ঘাটতি পূরণে নতুন উদ্যোগ!’

এ বিষয়ে ডাইনিং পরিচালনায় থাকা কাউসার আহমেদ বলেন, দুপুরে খাবারে পোকা পাওয়া গেছে—এমন কোনো অভিযোগ আমি পাইনি।

প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

গাজী আজম হোসেন/বিজে/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর