Logo

ক্যাম্পাস

বাকৃবি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:৩২

বাকৃবি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৮.২৯ কোটি টাকার বাজেট অনুমোদন পেয়েছে।

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪৫৮.২৬ কোটি টাকার বাজেট চেয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) ৩৮৮.২৯ কোটি টাকার বাজেট সিলিং নির্ধারণ করেন।

৩০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেট এবং ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি অনুদান ৩৭৪.৯৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৩.৩০ কোটি টাকা। মোট আয়-ব্যয় ৩৮৮.২৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেটে বেতন-ভাতা (বিশেষ সুবিধাসহ) খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮৩.৬৬ কোটি টাকা, পণ্য ও সেবা সহায়তা (সাধারণ) খাতে ৫৩.৫৯ কোটি টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ৯.২০ কোটি টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ১১৭.৫০ কোটি টাকা, গবেষণা অনুদান ১৫.৩৩ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ০.৭৫ কোটি টাকা, অন্যান্য অনুদান ২.৮২ কোটি টাকা এবং মূলধন অনুদান ৫.৪৫ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত রিকাস্ট বাজেটে মোট ব্যয় ছিল ৩৭৯.১৯ কোটি টাকা, যা গত বছরের চেয়ে কিছু কম। তবে ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বরাদ্দে ৭.৭১ শতাংশ প্রবৃদ্ধি এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা নিশ্চিত করতে এবং প্রকৃত চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে বাজেট বরাদ্দ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর