Logo

ক্যাম্পাস

আরএফআইডি প্রযুক্তি যুক্ত স্মার্ট আইডি পেল ইবির শিক্ষার্থীরা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২১:২৭

আরএফআইডি প্রযুক্তি যুক্ত স্মার্ট আইডি পেল ইবির শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড দেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কার্ডে ব্যবহার করা হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি।

বুধবার (২ জুলাই) প্রশাসন ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীকে প্রথম ধাপে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী।

উপাচার্য বলেন, ‘শুধু কার্ড হাতে পেলেই স্মার্ট হওয়া যায় না, তার জন্য শিক্ষায়ও স্মার্ট হতে হবে।’ তিনি স্মার্ট কার্ড বিতরণকে ‘ইতিহাস গড়া দিন’ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

আইসিটি পরিচালক জানান, কার্ড প্রদানের আগে নানা যাচাই-বাছাই করা হয়েছে এবং এতে তারা সন্তুষ্ট।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকেই এই স্মার্ট কার্ড দেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর