Logo

ক্যাম্পাস

‘অনেকেই আসে, খালি আমার মনিই আসে না’

শহীদ সাব্বিরের মা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৩:২৩

‘অনেকেই আসে, খালি আমার মনিই আসে না’

ছবি : বাংলাদেশের খবর

‘প্রতিদিন অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না’– কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন চব্বিশের ছাত্রজনতার আন্দোলনে শহীদ হওয়া সাব্বির হোসেনের মা রাশিদা খাতুন।

বুধবার (২ জুলাই) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন।

সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহের শৈলকুপার চড়িয়ারবিল গ্রামে তার কবরস্থানে উপস্থিত হন তারা। এ সময় শহীদের পরিবারের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন তারা।

সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে সাব্বিরের মা রাশিদা খাতুন বলেন, সেদিন দুপুরে আমার এমনি এমনি কান্না আসতেছিল। আমি তো জানতেছিলাম না, আমার মনি ওই সময় দুনিয়া থেকে চলে যাচ্ছে। বিকেলের দিকে একজন আসি আমাকে কইল- ‘সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিতে মারা গেছে।’ আমার তো দুনিয়াই থেমে গেল।

শহীদের পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মণ্ডল ও গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতাকর্মীরা।

সহসমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল বলেন, জুলাই আন্দোলন সূচনা হয় ২ জুলাই থেকে। কারণ এদিন থেকেই গত বছর বিপ্লবের সূচনা হয়েছিল। এজন্য আজকে আমরা জুলাই আন্দোলনে নিহত সাব্বিরের কবর জিয়ারত করেছি। তার বাবা-মার সাথে সাক্ষাৎ করেছি। তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শুনেছি। যে স্পিরিট ধারণ করে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল, আমরা চাই এ স্পিরিট সবার মাঝে বজায় থাকুক এবং আগামীতেও থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই বিপ্লবের নায়ক আমাদের বীর শহীদরা। জুলাই আন্দোলন শুরুর এক বছরে আমরা তাই শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের বীর শহীদদের। শহীদ সাব্বিরসহ সকল শহীদরা তাদের জীবন দিয়ে আমাদের স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আজ আমরা আমাদের ছেলেহারা মায়ের খোঁজ নিতে এসেছি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন। ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল গ্রামে। তার পিতার নাম আমোদ আলী।

উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগষ্টের আন্দোলনে অংশ নিয়েছিলেন সাব্বির হোসেন। ১৮ জুলাই ঢাকার উত্তরায় আজমপুরে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন তিনি। সাব্বিরের বাবার নাম আমোদ আলী।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর