Logo

ক্যাম্পাস

চীনে ৬ দিনের বিশেষ সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:১২

চীনে ৬ দিনের বিশেষ সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

ছবি : সংগৃহীত

চীনে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত (ভ্রমণকাল ব্যতীত) তিনি এ সফর করবেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, ‘উচ্চশিক্ষা নিয়ে ইউজিসির তত্ত্বাবধানে একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। প্রতিনিধি দলে আমি ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ রয়েছেন।’

এ বিষয়ে গত ১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে বাংলাদেশস্থ চীন দূতাবাস। বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক অংশগ্রহণ থাকবে না। সফর শেষে দেশে ফিরে কর্মস্থলে যোগদান এবং ১৫ কর্মদিবসের মধ্যে সফর প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

এ সময় উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী দায়িত্ব পালন করবেন। উপাচার্যের ব্যক্তিগত সচিব গোলাম মাহফুজ মঞ্জু জানান, ‘সফরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৬ জুলাই চীন সফরে যাচ্ছেন উপাচার্য মহোদয়।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্বব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর