Logo

ক্যাম্পাস

আস-সুন্নাহর ‘মেধাবী’ প্রকল্পে আবেদনের সময় বাড়ল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:৫০

আস-সুন্নাহর ‘মেধাবী’ প্রকল্পে আবেদনের সময় বাড়ল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত 'মেধাবী' প্রকল্পের দ্বিতীয় ধাপে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী সোমবার (৭ জুলাই) আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-০১ প্রভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে ৬ জুলাই ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায়  আবেদনের সময়সীমা ৭ জুলাই ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল লিংক কিংবা সরাসরি আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হলো।

অনলাইনে আবেদনের জন্য এ লিংক ক্লিক করুন। সরাসরি আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এর আগে, আজ বৃহস্পতিবার (৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত 'মেধাবী' প্রকল্পে দ্বিতীয় ধাপের আবেদনের শেষ সময় ছিল।

জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর