পাবিপ্রবিতে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২০:৪৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া সাংবাদিকতার আধুনিক কৌশল, ভিডিও রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, ভিজ্যুয়াল উপস্থাপন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার নতুন ধারা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এমরান হোসেন তানিমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির ব্যবহারিক দিক নিয়ে সরাসরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা রিপোর্টিং, ক্যামেরা হ্যান্ডলিং এবং গল্প নির্বাচনের কৌশল বিষয়ে প্রশ্ন করেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী সাংবাদিকতায় দক্ষতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানের শেষে পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক আজকের কর্মশালার প্রশিক্ষক কামরুজ্জামান বাবলুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আল মামুন/সিডি