Logo

ক্যাম্পাস

দীর্ঘদিন অনুপস্থিত, নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তা বহিষ্কার

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৮:২৬

দীর্ঘদিন অনুপস্থিত, নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তা বহিষ্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে স্থায়ীভাবে এবং আরেকজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উভয়ই আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে এবং সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেটের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

জানা গেছে, বহিষ্কৃত দুই কর্মকর্তা ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকেই কর্মস্থলে আসেননি। পরে বিষয়টি তদন্ত করে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, বহিষ্কৃত জাকিবুল হাসান রনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাহমুদুল আহসান লিমন একই শাখার সাবেক সহসভাপতি ছিলেন।

  • মো. সাইফুল ইসলাম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর