Logo

ক্যাম্পাস

জবি রেজিস্ট্রারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৩১

জবি রেজিস্ট্রারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিজ্ঞপ্তি ও বিষয়ভিত্তিক প্রতিবেদনে মন্তব্য নিতে গিয়ে একাধিক সাংবাদিক বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিনের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সরাসরি সাক্ষাৎ কিংবা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাধারণত বক্তব্য না দিয়ে ‘লিখিত দাও’ বলছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ে জানতে জাগোনিউজের প্রতিবেদক মো. তৌফিক হোসেন রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, ‘লিখিত দাও।’

সন্ধ্যায় অপর এক গণমাধ্যমকর্মী রেজিস্ট্রারের ব্যক্তিগত নম্বরে কল দিলে ফোনটি রিসিভ করেন তার ব্যক্তিগত সহকারী (পিএস)। তিনি জানান, ‘স্যার ব্যস্ত আছেন।’

দৈনিক বাংলাদেশের খবর’র ক্যাম্পাস প্রতিবেদক জান্নাতুন নাইম জানান, বুধবার (২ জুলাই) দিনের বিভিন্ন সময়ে রেজিস্ট্রারকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে এক সহকারী রেজিস্ট্রার ফোন ধরে জানান, ‘স্যার আছেন, তবে ব্যস্ত।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে দৈনিক কালবেলার প্রতিবেদক তানজিম মাহমুদকেও লিখিত আবেদন করার পরামর্শ দেন রেজিস্ট্রার। তিনি বলেন, ‘কালবেলা বা সকালবেলা যেই হও, পরে আসো।’

দ্য ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, তথ্য অধিকার আইনে শিক্ষকদের বিষয়ে আবেদন করেছিলাম। সাড়ে তিন মাস আমাকে অপেক্ষায় রেখেছেন। একপর্যায়ে আংশিক তথ্য দেন। এরপর থেকে আর ফোন রিসিভ করেন না।

এসব অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘প্রশাসনের সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সবাই একরকম না। সাংবাদিকদের যদি কোনো তথ্য দরকার হয়, তারা লিখিতভাবে জানালে সুবিধা হয়। তবুও রেজিস্ট্রারের সঙ্গে এ বিষয়ে আমি কথা বলব।’

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহলের মতে, সাংবাদিকদের প্রশ্ন এবং তথ্য জানার অধিকার নিশ্চিত করার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়ে প্রশাসনের আরও দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করছেন অনেকে।

  • জেএন/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর