Logo

ক্যাম্পাস

অশালীন আচরণের অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:১৩

অশালীন আচরণের অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে ছাত্রীদের যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী অধ্যাপক আজিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ, পোশাক ও শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্য, হোয়াটসঅ্যাপ ও ভিডিও কলে আপত্তিকর কথাবার্তাসহ যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে তাকে ৫ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে তদন্তে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগে অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিনকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।

কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক নাজিমুদ্দিন বলেন, ‘চিঠি পেয়েছি। ৭ জুলাই আমরা বসব। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে ইনশাআল্লাহ।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বরখাস্ত বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর