Logo

ক্যাম্পাস

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৪:৫৮

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ওরিয়েন্টেশন চলাকালে ও পরবর্তী সময়ে নবীনদের মানসিকভাবে হয়রানি, অশালীন ভাষায় গালিগালাজ এবং অপমানজনক পরিস্থিতিতে ফেলানো হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১ জুলাই থেকে শুরু করে পরিচয়পর্বের নামে তাদেরকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখা, সিগারেট খাওয়ার জন্য প্ররোচনা দেওয়া, এমনকি এক সিনিয়র শিক্ষার্থীকে ‘প্রপোজ’ করতে বাধ্য করার মতো ঘটনাও ঘটেছে। একজন ছাত্রী কাঁদতে বাধ্য হন এবং এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী অভিযুক্তদের মধ্যে রয়েছেন– ওলিউল্ল্যাহ, তিশা, মুনতাসীর, অরবিন্দু সরকার, রাফি প্রমুখ।

এক ভুক্তভোগী বলেন, ‘দরজা বন্ধ করে আমাদের দাঁড় করিয়ে অপমান করা হয়, আমাকে সিগারেট খেতে বলে এবং সিনিয়র আপুকে প্রপোজ করতে বলে। আমি অসুস্থ হয়ে পড়ি, জ্বর আসে। তালতলায় নিয়ে গিয়েও র‍্যাগিং করা হয়।’

আরেকজন বলেন, ‘তিশা আপু একজন ছাত্রীকে চোখে চোখ রেখে কথা বলার নির্দেশ দেয়। ছাত্রীটি মুখ নিচু করায় তাকে গালিগালাজ করা হয়। ঘটনাটি ক্লাসে এসি মেরামত করতে আসা কর্মচারীরাও প্রত্যক্ষ করেছে।’

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ওলিউল্ল্যাহ বলেন, ‘সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

অরবিন্দু সরকার বলেন, ‘আমরা শুধু পরিচিত হয়েছিলাম, তালতলায় নেওয়ার অভিযোগ সত্য নয়।’

মুনতাসীর বলেন, ‘আমরা পরিচয় জানতে চেয়েছিলাম, একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে সেটি মীমাংসা হয়ে গেছে।’

তবে অভিযুক্ত তিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত। বিভাগ প্রশাসনের সঙ্গে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শককে নিয়ে মিটিং ডাকা হয়েছে, সেখানেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগেও কুবির মার্কেটিং ও বাংলা বিভাগে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। মার্কেটিং বিভাগের ক্ষেত্রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাচের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়জুড়ে এই পুনরাবৃত্ত র‍্যাগিংয়ের ঘটনাগুলো প্রশাসনের নজরে আসায় সংশ্লিষ্ট বিভাগ ও শৃঙ্খলাবিষয়ক কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর