ঢাবি সাংবাদিক সমিতির আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:৩৯

ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আয়োজনে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব। সাবেক ও বর্তমান সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবটি রূপ নেয় এক মিলনমেলায়।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
উৎসব উদ্বোধনকালে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সবসময় গঠনমূলক ও প্রাণবন্ত আয়োজন করে থাকে। দেশীয় মৌসুমী ফল নিয়ে এমন উৎসব আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, সাংবাদিক সমিতি তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখে আগামীতেও সক্রিয় থাকবে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে এমন উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডুজার এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাবি সাংবাদিক সমিতি সবসময়ই সৃজনশীল আয়োজন করে থাকে। বাহারি দেশীয় ফলে সাজানো এই উৎসব এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে।
অনুষ্ঠানে ডুজার সাবেক ও বর্তমান সদস্যরা অংশগ্রহণ করেন। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডুজা সভাপতি ও সাধারণ সম্পাদক ভবিষ্যতেও সমিতির পাশে থাকার আহ্বান জানান।
এমএমআই/এমএইচএস