Logo

ক্যাম্পাস

জবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে রিয়াজুল ও আরিফ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:২০

জবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে রিয়াজুল ও আরিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন রিয়াজুল। এরপর সদস্যদের পরামর্শে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয় আইন ও ভূমি প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম আরিফকে। নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদুর ইসলাম।

শাখা ছাত্রশিবিরের একাধিক দায়িত্বশীল সদস্য নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদ্য বিদায়ী কমিটি চলতি বছরের ৩ জানুয়ারি গঠিত হয়েছিল। ওই কমিটিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আসাদুল ইসলাম সভাপতি এবং মো. রিয়াজুল ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছয় মাসের মাথায় নতুন কমিটি গঠনের ফলে রিয়াজুল সভাপতি পদে উন্নীত হয়েছেন। আর নতুন সেক্রেটারি আরিফ আগে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ জাহেদুর ইসলাম পূর্বে অফিস ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর