Logo

ক্যাম্পাস

গোবিপ্রবিতে জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:১৯

গোবিপ্রবিতে জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ছবি : প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) “জুলাই আন্দোলন” বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদ এবং তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। 

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, যারা জুলাই আন্দোলনের সময় সরাসরি আন্দোলনের বিরোধিতা করেছেন, তাদের পুরস্কৃত করার চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে গণদাবিকে উপেক্ষা করার সামিল। বক্তারা আরও বলেন, পদোন্নতির মাধ্যমে “জুলাই আন্দোলন” বিরোধিতাকারী শিক্ষকদের পুরস্কৃত করা হলে তা ন্যায়ের পরিপন্থী হবে এবং ভবিষ্যতের জন্য অন্যায়কে উৎসাহিত করা হবে।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন,  “জুলাই আন্দোলন” ছিল ন্যায় ও স্বচ্ছতার দাবিতে সংগঠিত একটি ঐতিহাসিক আন্দোলন। সেই আন্দোলনের বিরোধিতা করা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতার মূল্যবোধকে আঘাত করেছেন। তাই তাদের বিচার না করে পদোন্নতি দেওয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করছে।

উল্লেখ্য, গত (৩ জুলাই) জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতাকারী একাধিক শিক্ষককে এক অফিস আদেশের মাধ্যমে পদন্নোতি দেওয়া হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর