Logo

ক্যাম্পাস

ঢাবি ক্লাবে আওয়ামী পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:৩৬

ঢাবি ক্লাবে আওয়ামী পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে আওয়ামী লীগপন্থী নীল দলের শিক্ষকদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুধবার (৯ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় তারা “স্বৈরাচারের গদিতে, আগুন জালাও একসাথে; সাদা-নীল ভাগাভাগি, এই ক্যাম্পাসে হবে না; ফ্যাসিবাদের দালালের, হুঁশিয়ার সাবধান; আওয়ামী লীগের চামচারা হুঁশিয়ার সাবধান; গণহত্যার মদদদাতারা, হুঁশিয়ার সাবধান; ঢাবি ক্লাবে হবে না, দালালদের ঠিকানা”—ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিবাদী আওয়ামী দোসর নীল দলের শিক্ষকদের পুনর্বাসন করা হয়েছে। এর সঙ্গে জড়িত সাদা দলের শিক্ষকরাও। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কমিটি বাতিল করে ক্লাব থেকে সকল ফ্যাসিবাদের দোসরদের উৎখাতের দাবি জানান তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। ঢাবি ক্লাবের ১৫ সদস্যের কমিটির ৭ জন নীল দলের। এটা সাদা দলের শিক্ষকদের জন্য লজ্জাজনক। খুনি হাসিনাকে যারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে, তাদেরকে সাদা দল পুনর্বাসন করছে। তারা এর মাধ্যমে জুলাইয়ের আহত ও শহীদদের সঙ্গে প্রতারণা করেছে। কোন স্বার্থে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে তা ক্ষতিয়ে দেখার দাবি জানান তিনি।

অপর এক শিক্ষার্থী আশিক খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতিত হওয়াকে বৈধতা দিয়েছিল নীল দলের শিক্ষকরা। আমরা দেখেছি ৫ আগস্টের পরেও নীল দলের শিক্ষকরা ঢাবি ক্লাবে বিপ্লব বেহাত করতে ষড়যন্ত্র করে গেছে। তখনও আমরা ফ্যাসিবাদের দোসর এসব গুজব রটনাকারীদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কিন্তু এখন ঢাবি ক্লাবের কমিটিতে সাদা দলের মদদে এসব ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করা হচ্ছে। এমনকি নীল দলের সেক্রেটারিও এই কমিটিতে রয়েছেন। ৫ আগস্টের পরেও কিভাবে তারা পুনর্বাসন হয়? ঢাবি ক্লাবের জন্য এ দিনটি একটি কালো দিন হিসেবে রয়ে যাবে।

তিনি দাবি জানিয়ে বলেন, ঢাবি ক্লাবকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করে ফ্যাসিবাদমুক্ত ক্লাব হিসেবে গড়ে তুলতে হবে। দেশবিরোধী সকল সিদ্ধান্ত এই শিক্ষকদের থেকেই আসতো। গণহত্যার মদদদাতা ও বৈধতা দানকারী সকল শিক্ষকদের ক্লাব থেকে উৎখাত করতে হবে—না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন কলা অনুষদের ডিন ও সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ১৫ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কার্যকরী পরিষদ ২০২৫–২৬ ঘোষণা করেন। কমিটি ঘোষণার সময় তিনি জানান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং নীল দলের আহ্বায়ক অধ্যাপক মো. আমজাদসহ তাদের সমর্থনকারী অন্য শিক্ষকরাও কয়েকবার সভা করে সমন্বিতভাবে এই কমিটির বিষয়টি চূড়ান্ত করেছেন। কমিটিতে ঢাকা বিএনপিপন্থী সাদা দল ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে করা হয়েছে। মোট ১৫ সদস্যের এ কমিটিতে সাদা দলের সাতজন ও নীল দলের সাতজন শিক্ষক রয়েছেন। আওয়ামী লীগের আমলে নীল দলের এসব শিক্ষকরা সিনেটসহ গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছিলেন।

এমএমআই/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর