Logo

ক্যাম্পাস

ঢাবি উপাচার্য

আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে চলতে চাই

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:৪৬

আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে চলতে চাই

ছবি : প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন এ কাজটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই। 

বুধবার (৯ জুলাই) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘রুখে দিয়ে সকল আগ্রাসন, ঋদ্ধ করি জুম জনপদ, বহুত্বের ঐকতানে বুনি স্বপ্ন, এই হোক আমাদের শপথ’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নৃগোষ্ঠীদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠীর অংশগ্রহণ আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের এক অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা রেজওয়ানা, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা অনুষ্ঠান সঞ্চালন করেন।

এমএমআই/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর