
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : বাংলাদেশের খবর
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স ২৪ বছর হলেও একাডেমিক কার্যক্রম চলছে মাত্র ১৫ বছর। এ সময়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করছি। ইতোমধ্যে স্বনির্ভর কর্মসূচি, ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড ও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু হয়েছে। ভবিষ্যতে বেস্ট টিচার ও রিসার্চার অ্যাওয়ার্ড চালু করার পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপউপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে প্রথমে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, প্রতিষ্ঠানিক উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, বিরানভূমি থেকে আজকের এই বিশ্ববিদ্যালয়ে ফুল ফুটেছে। এই ফুল আমাদের শিক্ষার্থীরা। এই ফুলগুলোর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য আমাদের যত্ন নিতে হবে। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, নিজেকে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ আনিসুর রহমান। এতে সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মজনুর রশিদ। আরও বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও আবাসিক হলগুলোতে বর্ণিল আলোকসজ্জা করা হয়।
এইচকে/এমবি