Logo

ক্যাম্পাস

চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন : সাদিক কায়েম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:১৮

চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন : সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেছেন, কেউ যদি দাসত্বের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তবে খুনি হাসিনা ও ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল; তার চেয়েও খারাপ পরিণতি হবে তাদের। আমি  সারাদেশের ছাত্র জনতার কাছে আহ্বান জানাব, পাড়া-মহল্লায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। ছাত্র শিবির আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।  

শনিবার (১২ জুলাই) সকাল ১১ টায় মিটফোর্ড হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

সাদিক কায়েম বলেন, আমরা যখন শহীদদের বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাচ্ছিলাম, তখন যারা নিজেদের প্রকাশ্য দল হিসেবে দাবি করে, আমরা তাদেরকে সারাদেশে প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করতে দেখেছি। প্রকাশ্যে চাঁদাবাজি করতে দেখেছি, গণধর্ষণ করতে দেখেছি। এমনকি আইয়ামে জাহেলিয়্যাতের মত করে পাথর দিয়ে আমাদের ভাইদের হত্যা করতে দেখেছি।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর হাসিনার আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনে-দুপুরে হত্যা করেছিল। বর্তমানে একটা প্রকাশ্য দল পাথর দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতার স্বাদ আচ্ছাদন করার চেষ্টা করছে। জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।

  • জেএন/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর