দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন

গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:৫৯

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ‘আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘এক দুই তিন চার; চাঁদাবাজ দেশ ছাড়’, ‘চাঁদাবাজের ঠিকানা; এই বাংলা হবে না’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নৃশংসই নয়; পুরো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক কঠিন প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। দেশজুড়ে অপরাধের মাত্রা বাড়ছে। ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতা আজ সাধারণ মানুষের জীবনে আতঙ্কের নাম হয়ে উঠেছে।
একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।