Logo

ক্যাম্পাস

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জবি ছাত্রদলের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:০০

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জবি ছাত্রদলের

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে এভাবে একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কেবল আইনশৃঙ্খলার চরম অবনতি নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, মিটফোর্ড হাসপাতাল এলাকায় যে ঘটনা ঘটেছে, তা সভ্যসমাজে কল্পনাও করা যায় না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি। 

তিনি আরও বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তার পরিচয় অপরাধী। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,  মিটফোর্ডে, খুলনায় একের পর এক হত্যাকাণ্ড শুধু আমাদের নয়, পুরো জাতিকে শোকাহত করেছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করছি। একইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর