কুবি শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

কুবি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:২০

অভিযোগকারী শিক্ষক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রক্তাত্ত জুলাই -২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্তৃক এক শিক্ষককে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মুতাসিম বিল্লাহ একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন। শনিবার (১২ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ থানায় এ আবেদন করেন তিনি।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম হাসান কামরুল (৩৬)। সে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সাবেক শিক্ষার্থী।
সাধারণ ডায়েরিতে শিক্ষক মুতাসিম বিল্লাহ অভিযোগ করেছেন, আলোচনাসভা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সাবেক শিক্ষার্থী কামরুল উপদেষ্টা ও প্রধান অতিথি আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়াকে মুরাদনগর উপজেলা থেকে ফুল দেওয়ার বিষয়ে আমাকে অবহিত করে। আমি উপ-উপাচার্য মহোদয়কে বিষয়টি অবহিত করলে তিনি (উপ-উপাচার্য) আমাকে অল্প সময়ে ফুল দেওয়ার সুযোগ নাই বলে জানান। এটি আমি হাসান কামরুলকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, জোরে হুংকার ছেড়ে বলে, ‘উপ-উপাচার্যের খবর আছে’। আমি তাকে নিবৃত করার চেষ্টা করলে সে আমার ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকেও একই হুমকি দেয়। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) টিটু কুমার নাথ বলেন, ‘স্যার সম্ভবত থানায় গিয়েছেন। কিন্তু আমার কাছে এখনো কোনো কাগজ আসে নাই। আসলে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অবহিতকরণ ও বিচারের দাবিতে লিখিত দেন শিক্ষক মুতাসিম বিল্লাহ। সেটিকে কেন্দ্র করে অভিযুক্ত হাসান কামরুলের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
- রিফাত/এটিআর