Logo

ক্যাম্পাস

ডিআইইউতে শেষ হলো ‘ইকো চ্যাম্পিয়নশিপ’

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:৫০

ডিআইইউতে শেষ হলো ‘ইকো চ্যাম্পিয়নশিপ’
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’।

শনিবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটির পর্দা নামল। ফাইনালে ১৫তম ব্যাচকে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়েছে ১৯তম ব্যাচ।

আয়োজকরা জানান, শিক্ষার পাশাপাশি খেলাধুলাও একজন শিক্ষার্থীর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চেষ্টা করেছি একটি আনন্দঘন ও স্মরণীয় আয়োজন উপহার দিতে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবার আহমেদ ও সহকারী অধ্যাপক মোছা. শামীমাসহ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর