Logo

ক্যাম্পাস

বিচারবহির্ভূত হত্যা, মব ও সন্ত্রাসের বিরুদ্ধে জাবিতে মশাল মিছিল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৪

বিচারবহির্ভূত হত্যা, মব ও সন্ত্রাসের বিরুদ্ধে জাবিতে মশাল মিছিল

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ড, খুলনায় গুলি ও রগ কেটে যুবদল নেতাকে খুন এবং চাঁদপুরে ধর্ম অবমাননার অভিযোগ এনে মসজিদের খতিবের ওপর প্রাণঘাতি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিলটি বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া মুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচারসহ অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশ্ন তোলার আহ্বান জানান।

নৃবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফারাবি বলেন, একজন মানুষকে নৃশংসভাবে হত্যার পর লাশের ওপর লাফিয়ে তারা দেখাচ্ছে— তাদেরও ক্ষমতা আছে, তারাও আওয়ামী লীগের মতো মানুষ মারতে পারে। তারা এটিকে রাজনৈতিক ঘটনা ভাবছে। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন কি, কাল আপনি বা আপনার পরিবার চাঁদাবাজদের হাতে আক্রান্ত হবেন না? যদি না পারেন, তাহলে বুঝতে হবে জুলাই সংগ্রামের এক বছর পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গুম, খুন, ধর্ষণসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে আমাদের এখনো বিক্ষোভ করতে হচ্ছে— এটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। যখন কোনো হত্যাকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে বরং সেটিকে হালকা করার চেষ্টা করা হয়, তখনই অপরাধীরা নতুন করে হত্যাকাণ্ডের উৎসাহ পায়। সোহাগকে যে চাঁদাবাজির কারণে হত্যা করা হয়েছে, তার দায় যেমন বিএনপির, তেমনি সমানভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারেরও।

তিনি আরও বলেন, সোহাগ হত্যাকাণ্ড, শামীম মোল্লা হত্যাকাণ্ড, খতিব সাহেবকে হত্যা, মাজার ভাঙা, মন্দির ভাঙা কিংবা ৩২ ভাঙচুর এই সব ঘটনা একই সূত্রে গাঁথা। আমরা আগেও বলেছি, দেশে সন্ত্রাস চালায় তিন দল—লীগ-শিবির-ছাত্রদল। আগে সন্ত্রাসে ছাত্রলীগের নাম শোনা যেত, এখন শিবির ও ছাত্রদল সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। 

একই সঙ্গে জনগণকে এসবের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

  • আমানউল্লাহ খান/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর