Logo

ক্যাম্পাস

নোবিপ্রবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০৩

নোবিপ্রবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হচ্ছে।

এ ঘটনায় রোববার (১৩ জুলাই) সকালে ইইই বিভাগের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ বেগমগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি মামলা করেছেন।

মামলার এজাহারে অনিমেষ বলেন, তিনি ও তার দুই সহপাঠী চট্টগ্রামের একে খান এলাকা থেকে বাঁধন প্লাস পরিবহনের একটি বাসে করে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন। বাসটি বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুর এলাকায় পৌঁছালে বাসে আগে থেকেই থাকা তিন যাত্রীসহ আরও কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর চড়াও হয়।

অভিযুক্তরা অনিমেষের গলা চেপে ধরে হত্যাচেষ্টা চালায় এবং ৩ জনকেই কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটায়। এতে অনিমেষের মাথা, কানের পাশে ও ডান বাহুতে গুরুতর আঘাত লাগে। অপর শিক্ষার্থীরাও আহত হন। 

অভিযোগ আছে, হামলাকারীরা অনিমেষের পকেট থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মোবাইলে তোলা ছবি মুছে ফেলে। এমনকি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে সটকে পড়ে। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, হামলাকারীরা শিক্ষার্থীদের পরিচয় জানার পরেও হামলা চালাতে দ্বিধা করেনি। শিক্ষার্থীরা বলেন, এ ধরনের হামলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে এবং ক্যাম্পাসে ফেরার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে তারা। 

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগেও আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি। 

বেগমগঞ্জ মডেল থানার (দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা) ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।

  • মো. আবদুল্লাহ আল নাঈম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর