জবিতে শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৩:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা ‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’, ‘ছাত্রদলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়’, "অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ম্যানেজমেন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জবি প্রশাসন, লজ্জা লজ্জা’—এমন বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবি করে আন্দোলনকারীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের গুন্ডামি কোনোভাবেই কাম্য নয়। একটি বিভাগে গিয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া এবং শিক্ষকের ওপর হামলা করা যায় না। এ ঘটনার বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে।
সমাবেশে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান বলেন, ম্যানেজমেন্ট বিভাগের যেসব শিক্ষার্থী জুলাইয়ে আহত হয়েছেন এবং পূর্বে যারা ছাত্রদল করতেন, তাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডিতে থাকা ছাত্রকল্যাণ পরিচালক ড. এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামের ওপরও হামলা করেছে তারা।
তিনি আরও বলেন, যেখানে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদেরই নিরাপত্তা নেই। সেখানে এসব সন্ত্রাসীদের হাত থেকে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে? অথচ এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যূনতম নিন্দাও জানায়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকরাও নিরব ভূমিকা পালন করছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম তাকে রক্ষা করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
একইসাথে শাখা বাগছাসের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়।
জেএন/এমবি