Logo

ক্যাম্পাস

জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা : ৩ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৪:১২

জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা : ৩ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিভাগটির শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন আহমেদ মারুফ বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি শিক্ষক সমিতির পক্ষ থেকেও কোনো বিবৃতি আসেনি। প্রশাসনের এই নীরবতা আমাদের হতাশ করেছে।’

সংবাদ সম্মেলনে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান হোসেন বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বিভাগের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।’

তাদের তিনটি দাবি হলো—
১. ১৩ জুলাইয়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
২. ঘটনায় জড়িত চলমান শিক্ষার্থীদের বহিষ্কার ও বিচার নিশ্চিত করতে হবে।
৩. সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং ঘটনায় জড়িত সাবেকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বিভাগের সব ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেককে মারধর করেন শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। তারা রফিকের ওপর ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

এ সময় তাকে রক্ষা করতে গেলে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামও হামলার শিকার হন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা বাম ছাত্র সংগঠন বাগছাসের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম-আহ্বায়ক ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসন দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

  • জান্নাতুন/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর