Logo

ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:৪৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলা ঘিরে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ছিল—‘সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্রের কবর’, ‘সাংবাদিকের কণ্ঠরোধ করা চলবে না’, ‘যতই করো হামলা, কলম মোদের থামবে না’—এমন নানা লেখা সংবলিত প্ল্যাকার্ড।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক নূর-ই-আলমের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। সংঘর্ষের ঘটনা কভার করাই ছিল তার পেশাগত দায়িত্ব। এর প্রতিবন্ধকতা, বিশেষ করে প্রকাশ্যে হামলা, গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।’

তারা আরও বলেন, ‘সাংবাদিকতা দেশের চতুর্থ স্তম্ভ। সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে রক্তাক্ত করার মানে গণতন্ত্রকে রুদ্ধ করা। অভিযুক্তদের প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এর আগে শনিবার (১২ জুলাই) অর্থনীতি বিভাগের দুই বর্ষের ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আরিফ বিল্লাহ হামলার শিকার হন। তার মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়। পরে সাংবাদিক নূর-ই-আলম ভিডিও ধারণ করতে গেলে তাকে ১০-১৫ জন শিক্ষার্থী মিলে মারধর করে। উপস্থিত সাংবাদিক রবিউলের ওপরও হামলার চেষ্টা হয়। ঘটনাস্থলে কেউ এগিয়ে না এলেও পরে কয়েকজন শিক্ষার্থী এসে আহতদের উদ্ধার করেন।

এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন গণমাধ্যম সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর