Logo

ক্যাম্পাস

জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা

আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ম্যানেজমেন্ট বিভাগের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:০৩

আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ম্যানেজমেন্ট বিভাগের

জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর শাখা ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিভাগটি।

রোববার (১৩ জুলাই) ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অন্য বিভাগের শিক্ষার্থীসহ একটি ভিন্ন গ্রুপের মধ্যে সংঘটিত ঘটনায় বিভাগের দুইজন শিক্ষক সমঝোতা করতে যান। এ সময় ওই দুই শিক্ষক শারীরিকভাবে হেনস্তার শিকার হন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক কমিটির ১৮৭তম (জরুরি সভা) সভায় সংঘটিত এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘটনার তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এর আগে রোববার সকাল ১১টায় বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অছাত্রদের রাজনীতি নিষিদ্ধসহ তিনটি দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম তাকে রক্ষা করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

একইসঙ্গে শাখা বাগছাসের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর