নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:৩৬
-(32)-6873d27163488.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার (১৩ জুলাই) বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের গ্রেপ্তারে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শতাধিক শিক্ষার্থী বেগমগঞ্জ চৌরাস্তার মূল সড়কে অবস্থান নেন এবং রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুরের সঙ্গে বাস চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে পড়ে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শনিবার রাতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ ও তার দুই সহপাঠী চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এর আগেও একই এলাকায় নোবিপ্রবির গাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন।
বিক্ষোভে অংশ নেওয়া এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী বলেন, ‘হামলার পরপরই আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। ভুক্তভোগীদের পক্ষ থেকে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা সম্ভব, কিন্তু প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।’
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিয়াদুল জান্নাত মারিয়া বলেন, ‘এক জুলাইয়ে আমরা স্বৈরাচারীর পতন ঘটিয়েছি, আরেক জুলাইয়ে প্রয়োজনে এই সন্ত্রাসী-চাঁদাবাজদেরও পতন ঘটাবো।’
বিজিই ১৩তম ব্যাচের শিক্ষার্থী সালাহউদ্দিন মহসিন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেতন দেওয়া হয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, চুপচাপ বসে থাকার জন্য নয়। এবার ব্যবস্থা না নিলে ছাত্রজনতা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।’
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে আন্দোলনে অংশ নেন কিছু শিক্ষকও। এপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, ‘ঘটনার পুনরাবৃত্তি এবং বিচারহীনতার সংস্কৃতি প্রশাসনের ব্যর্থতা। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।’
সবশেষে শিক্ষার্থীরা প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেন। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
- আবদুল্লাহ আল নাঈম/এমআই