‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় ১ম জবি

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:৪৮

ছবি : প্রতিনিধি
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যভিত্তিক আইডিয়া প্রতিযোগিতায় ঢাকা জেলায় প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা জেলা পরিষদ থেকে পাঠানো এক চিঠিতে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।
জেইউডিএসের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন সংগঠনটির সভাপতি মাঈন আল মুবাশ্বির, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এবং অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ মীম।
তাদের প্রস্তাবিত আইডিয়ার শিরোনাম ছিল “আমার চোখে জুলাই বিপ্লব”। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ টাকা, যা পুরোপুরি আইডিয়াটি বাস্তবায়নে ব্যয় করা হবে। দলটি জানিয়েছেন, তারা এই অর্থ একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য উৎসর্গ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে।
এ বিষয়ে জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, তরুণদের মাধ্যমে জুলাই বিপ্লবের ধারণাকে বুদ্ধিবৃত্তিক জায়গায় ন্যারেটিভ তৈরি করাই আমাদের আইডিয়ার প্রধান লক্ষ্য। বিতর্ক এই ন্যারেটিভ তৈরি করার জন্য সবচেয়ে ভালো মাধ্যমগুলোর একটি। এমাসের মধ্যেই জাতীয় বিতর্ক উৎসবটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সারা দেশ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবে। তরুণরা জুলাইয়ের উদ্দীপনায় উজ্জীবিত হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।
প্রতিযোগিতা নিয়ে জেইউডিএস সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ঢাকা জেলার মধ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে একটি আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেখানে ১০ লক্ষ টাকার মধ্যে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা জমা দিতে বলা হয়। আমাদের পরিকল্পনা প্রথম হয়েছে। জেলা প্রশাসক এই অর্থ দিয়ে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছেন। এ মাসেই আমরা বিতর্ক উৎসবটি আয়োজন করবো ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, গত ৫ জুলাই সরকারের পক্ষ থেকে দেওয়া এক তথ্য বিবরণীতে জানানো হয়, তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৫-৩০ বছর বয়সী তরুণরা এতে অংশ নিতে পেরেছেন, দলীয়ভাবে যুব সংগঠন, বিতর্ক, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান-ভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ছিল।
জেএন/এএ