বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৩৩
-687523639d4ca.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ’ স্লোগানকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এতে পরিসংখ্যান বিভাগ রানার্স আপ এবং সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থী এতে অংশ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী।
উপাচার্য বলেন, বিতর্ক একটি গুরুত্বপূর্ণ শিল্প, যা অন্যের কাছে যুক্তিপূর্ণ ভাবনা উপস্থাপনের সুযোগ করে দেয়। তিনি বলেন, তার প্রশাসনিক দায়িত্বকালীন বেরোবির একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম গতিশীল রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথি ছিলেন রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদ স্মরণে এ ধরনের আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এআরএস