-68765427bf6a3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার পর মারধর ও হেনস্তা করার অভিযোগে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে পাঁচটি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়ার চৌড়হাস থেকে ক্যাম্পাস ফেরার পথে জনি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর বিভাগের শিক্ষার্থীরা বিচার দাবিতে রুপসা পরিবহনের চারটি ও জনি পরিবহনের একটি বাস আটকে রাখেন।
ভুক্তভোগী ছাত্রী জানান, বাসে ওঠার সময় ২৫ টাকা ভাড়া দাবি করলে পরে ৪০ টাকা নেওয়া হয়। বাস হেলপার তার মোবাইল ফোন কেড়ে নেন এবং তার সঙ্গে অশোভন আচরণ করেন। পরে তার কলার ধরায় ঘুষি মারে। শিক্ষার্থী জানান, তিনি নারী নির্যাতনের মামলা করবেন এবং বিচার না হলে অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিচারের আশ্বাস দেন।
লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জনি পরিবহনের বাস মালিক আনিস মিয়া বলেন, বিষয়টি মালিক সমিতিকে জানানো হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এআরএস