Logo

ক্যাম্পাস

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

Icon

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২১:৫৭

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর স্বাধীনতা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, আজকে জুলাই অভ্যুত্থানের নায়কদের ওপর গোপালগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন।  ৫ আগস্ট এর পরে আমরা বাংলাদেশে এই ধরনের পরিবেশ আর কখনো দেখতে চাই না। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই যত দ্রুত সম্ভব এই আওয়ামী সন্ত্রাসীদের বিচার শুরু করতে হবে এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে। 

তিনি আরো বলেন, আমরা আজকে আরো একটি বিষয় লক্ষ্য করেছি এই জুলাই অভ্যুত্থানের নায়কদের উপর হামলার পরে একটি পক্ষ এটি নিয়ে হাসি ঠাট্টা করছেন। আমরা তাদেরকে বলতে চাই, এই জুলাই অভ্যুত্থানের নায়কদের কারণে আজকে আপনারা সবার সমাবেশ করতে পারছেন, কথা বলতে পারছেন, বড় বড় স্লোগান দিতে পারছেন। যদি জুলাই অভ্যুত্থানের নায়করা না থাকতো তাহলে আপনাদের এই সুযোগ তৈরি হতো না। ৫ আগস্টের পর আমরা বিভেদ চাই না আমরা ঐক্য চাই।

বাংলা বিভাগের শিক্ষার্থী কাওসার আলম বলেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজ দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে আমি সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ আবারও এদেশে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা শুরু করেছেন। আমরা ছাত্র সমাজ থাকবে তাদের এই চেষ্টাকে কোন ভাবেই সফল হতে দিব না।

আল মামুন/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি পাবিপ্রবি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর