বেরোবিতে দেয়ালে ‘জয় বাংলা’, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:১৯

ছবি : বাংলাদেশের খবর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জুলাই শহিদ দিবস’-এর দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা।
বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ও সদস্যসচিব রাশেদ মণ্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্রদল নেতারা ‘ক্যাম্পাসে ছাত্রলীগ কেন? প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘দোসর তোরা বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’সহ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে রাশেদ মণ্ডল বলেন, এ বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই আওয়ামী লীগ; তারাই প্রশাসনকে বেকায়দায় ফেলতে এসব করেছে। আমরা চাই, যারা এসব কাজ করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
আহ্বায়ক আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের চারজন উপদেষ্টা এসেছে। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা থাকবে। আর সেখানে আমরা দেখি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেয়াল লিখে যায়। এসব আমাদের মধ্যে সন্দেহের জন্ম দেয়। আমরা অনেকবার উপাচার্যকে বলেছি, ক্যাম্পাসে এখনো পদধারী ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ায়। হলগুলোতে এখনো তারা অবস্থান করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে আওয়ামী দোসর শিক্ষক-কর্মকর্তারা কীভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়? তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটত না। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরিসহ বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’ ইত্যাদি স্লোগান লেখা হয়। সরেজমিনে দেখা যায়, এখনো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং অ্যাকাডেমিক ভবন ২ ও ৪-এর দেয়ালে এসব লেখা রয়ে গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিরাঙ্গন পরিচালক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করব। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, তাদের কেউ জড়িত থাকলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আজই আমরা আইসিটি সেন্টার থেকে ভিডিও সংগ্রহ করব এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গাজী আজম হোসেন/এমবি