Logo

ক্যাম্পাস

বেরোবিতে দেয়ালে ‘শেখ হাসিনা ফিরবে’ লেখা, শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:০০

বেরোবিতে দেয়ালে ‘শেখ হাসিনা ফিরবে’ লেখা, শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবিতে দেয়ালে ‘শেখ হাসিনা ফিরবে’ লেখা, শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগানসংবলিত দেয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মুখতার এলাহী হলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের সমন্বয়ক শামসুর রহান সুমন, রহমত আলী, শাহরিয়ার সোহাগসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় শহীদ আবু সাঈদের শাহাদতের বর্ষপূর্তির রাতে ক্যাম্পাসের হলসহ বিভিন্ন দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগ দেয়াল লিখন করেছে। আমরা মনে করি, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা।

শিক্ষার্থীরা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে যাবে, আর প্রশাসন চেয়ে চেয়ে দেখবে? তারা অবিলম্বে ক্যাম্পাসের সমস্ত সিসিটিভি ক্যামেরা সক্রিয় করার দাবি জানান। একই সঙ্গে কারা এ ফ্যাসিবাদের পক্ষে দেয়াল লিখন করেছে, তাদের গ্রেপ্তারের দাবিও জানান।

তারা আরও বলেন, আবু সাঈদের কবর ছুঁয়ে আমরা শপথ করেছি—শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে শুধু ফাঁসির দড়িতে ঝোলার জন্য। ক্যাম্পাসে যারা নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে দেয়ালে লিখেছে, তাদের প্রশাসন যদি আইনের আওতায় না আনলে শিক্ষার্থীরাই তাদের খুঁজে বের করবে। এর সমস্ত দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

গাজী আজম হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর