কুবিতে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর পোড়ামাটির ফলক, জানে না প্রশাসন

কুবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৮:১৩
-6879add9c9113.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের পাশে স্থাপিত পোড়ামাটির শিল্পফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙার অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউই বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে ফলকটি ভাঙার কাজ শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি পর্দা টাঙিয়ে কাজ চলছে। ততক্ষণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির হাতের অংশটি ভেঙে ফেলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙার কাজটি করছে ‘স্মার্ট কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রকৌশলী সায়েম হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমাকে আমার এমডি স্যার ভাঙার জন্য বলেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন, এজন্য এসেছি।’
স্মার্ট কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল কবীর বলেন, ‘আমাকে প্রশাসন থেকে বলা হয়েছে ভাঙতে। গেটের নির্মাণ কাজ আমরাই করেছিলাম। প্রকৌশলী শহিদুল ইসলাম আমাকে ভাঙার জন্য মৌখিক অনুমতি দিয়েছেন। কিন্তু তিনি এখন বিষয়টিকে অস্বীকার করছেন। আমি এটা ঠিক করে দেব।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি অনুমতি দেওয়ার কেউ না। আপনি প্রশাসনের সাথে কথা বলুন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আমি তো এ বিষয়ে কিছুই জানি না। প্রকৌশল দপ্তরে খোঁজ নিয়ে দেখেন। তারা এ বিষয়টি বলতে পারবেন।’
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পোড়ামাটির ফলক ভাঙার বিষয়টি আমার জানা নাই। কে বা কারা অনুমতি দিয়েছেন, এটাও আমি জানি না।’
উল্লেখ্য, ২০২২ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক নির্মাণ করা হয়। ফটকের সঙ্গে সংযুক্ত পোড়ামাটির ফলকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবনসহ দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার চিত্র তুলে ধরা হয়।
- রিফাত/এটিআর