জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে অদ্রি ও অর্ক

জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:১৮
-6879d90f1fc34.jpg)
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অদ্রি অংকুর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাইজান আহমেদ অর্ক।
১৬ জুলাই অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সহ-সভাপতি হয়েছেন সাবেরীন নওশাদ, সহকারী সাধারণ সম্পাদক সীমান্ত বর্ধন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়িশা মনি।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাদিয়া ইসলাম মুন, জারিন তাসনিম প্রমি, ইসফার সাদী, মো. রেদওয়ান সিকদার, ইমরান হাসান শুভ, রিফাত রাফি, আনিকা তাবাসসুম ফারাবী, নুশরিকা অদ্রি, জানিব হাসান মাটিয়া এবং ইশতিয়াক বিন ইকবাল।
সম্মেলনের দ্বিতীয় দিন ‘গণ-অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী কনসার্টে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
নতুন নেতৃত্ব গণতন্ত্র, বিজ্ঞানমনস্কতা ও ছাত্র অধিকার আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছে।
এমএইচএস