Logo

ক্যাম্পাস

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৫:১৬

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ইবি থানা পুলিশের উপস্থিতিতে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আকমল জানান, আছরের নামাজের পর হঠাৎ পুকুরে কিছু একটা দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম ময়লা। পরে বুঝি সেটা একটি মৃতদেহ। তখন সবাই জড়ো হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাহেদ জানান, লাশটি যখন মেডিকেলে আনা হয়, তখনই স্পষ্ট ছিল যে কয়েক ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। পালস ছিল না, শ্বাস-প্রশ্বাস চলছিল না।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুতপা রায় বলেন, ডুবে যাওয়ার সিম্পটম পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে পেটে পানি ঢুকে ফুসফুস ফেটে ডুবে গিয়ে মারা গেছে। তবে পোস্টমর্টেম করানোর পর বিস্তারিত জানা যাবে।

নিহতের বন্ধু ইনসাফ জানান, আমি গতকাল দিনাজপুরে গিয়েছিলাম। তার সঙ্গে গতকাল দুপুর ২টা পর্যন্ত ছিলাম। রাত থেকে কল দিয়ে যাচ্ছি—বন্ধ। তবে সকালে কেউ একজন কল রিসিভ করে কথা বলেননি। আমার ৮ বছরের বন্ধু—বলে কান্নায় ভেঙে পড়েন তার বন্ধু ইনসাফ।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশটি পুকুরের কিনারায় আনার পর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এখানে ডাক্তার মৃত্যু নিশ্চিত বা কোনো কিছু ক্লিয়ার না হতে পেরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রেরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা লাশ দেখার কথা জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিই। কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাক্তার আপাতত ডুবে যাওয়ার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন। পোস্টমর্টেম করানোর পর বিস্তারিত জানা যাবে। পরিবার সম্মতি দিলে পোস্টমর্টেম করানো হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর