Logo

ক্যাম্পাস

হাসিনার মতো ‘মনস্টার’ হটিয়েছে প্রজন্ম, নির্বাচন পেছানো হবে না : শফিকুল আলম

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:০৬

হাসিনার মতো ‘মনস্টার’ হটিয়েছে প্রজন্ম, নির্বাচন পেছানো হবে না : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই দেশের সোনালি প্রজন্ম শেখ হাসিনার মতো ‘মনস্টার’কে হটিয়েছে। তারা প্রমাণ করেছে, পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার শক্তি তাদের আছে।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে আয়োজিত এই ইভেন্টে তিনি আরও বলেন, প্রাপ্তবয়স্করা যা পারেনি, এই প্রজন্ম তা করেছে। তারা আক্রমণাত্মক ভাষা না ব্যবহার করেও দেয়ালে লিখেছে ‘নাটক কম করো পিও’—এটাই ছিল তাদের প্রতিবাদ। তারা সংস্কার চেয়েছে এবং সেটা বাস্তবায়ন করেও দেখিয়েছে।

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস যেদিন নির্বাচন ঘোষণার কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। এটি হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—ওয়ান অব দ্য বেস্ট। বর্ষা শেষে নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হবে।

বিগত সরকারের সময় ‘আয়নাঘর’ তৈরি করে বিরোধী মত দমন করা হতো বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আমরা চাই না ভবিষ্যতে আর কোনো আয়নাঘর তৈরি হোক। এই প্রজন্ম সেই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

দারিদ্র্য নিয়ে ইউনূস সরকারের অবস্থান তুলে ধরে প্রেস সচিব বলেন, একাত্তর এবং জুলাই বিপ্লবের পরও আমাদের প্রধান সমস্যা রয়ে গেছে দারিদ্র্য। ড. ইউনূস সরকারের লক্ষ্য হলো দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের ঐকমত্যমূলক দলিল তৈরিতে সময় লাগে। প্রতিদিনই এ বিষয়ে বৈঠক হচ্ছে। আশা করছি শিগগিরই আমরা চূড়ান্ত খসড়ায় পৌঁছাতে পারব।

গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনার বিষয়ে তিনি বলেন, গোপালগঞ্জ দেশের বাইরের কোনো জায়গা নয়। আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।

আন্তর্জাতিক স্বীকৃত টেডএক্স আয়োজনে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান লেখক, সাংবাদিক, উদ্যোক্তা ও শিল্পীরা।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রেস সচিব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর