Logo

ক্যাম্পাস

ইবি শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, তদন্তে গাফিলতির অভিযোগ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:৫৯

ইবি শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, তদন্তে গাফিলতির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর ‘রহস্যজনক’ মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা শনিবার (১৯ জুলাই) দুপুরে প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

তারা দাবি তুলেছেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সকাল ১১টায় গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে জড়ো হন। পরে তারা ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাজিদের লাশ উদ্ধারে প্রশাসনের ‘গাফিলতি ও দেরি’ প্রশ্নবিদ্ধ। পাশেই থানা থাকলেও পুলিশ আসতে দেরি হয়, ডাক্তার বা অ্যাম্বুলেন্সও সময়মতো আসেনি। এছাড়া প্রশাসনের কেউ প্রথম ঘণ্টায় ঘটনাস্থলে আসেননি বলেও অভিযোগ তাদের।

তাদের আরও অভিযোগ, বারবার দাবি সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্থানে নেই সিসি ক্যামেরা, পর্যাপ্ত লাইটিং, প্রহরী বা নিরাপত্তা ব্যবস্থা।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ ও সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—তদন্তে শিক্ষার্থীদের প্রতিনিধি রাখা, পুরো ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন, রাতের নিরাপত্তা জোরদার, বাউন্ডারি ও লাইটিং, আবাসিক হলগুলোতে প্রভোস্টদের সার্বক্ষণিক উপস্থিতি এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (ভিসির দায়িত্বে) আন্দোলনে এসে বলেন, ‘প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। ১০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’ তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরে প্রশাসনকে কাজ করার সুযোগ দিতে আহ্বান জানান।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামও আন্দোলনে এসে বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর