-687c81407bc5d.jpg)
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় চলমান পরিস্থিতে আজও বন্ধ রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি)। এর আগে শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে জানানো হয়, আজ (রোববার) বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
ফলে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি আজ বন্ধ রয়েছে। তবে, রুটিন অনুযায়ী আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু শহরটির বর্তমান পরিস্থিতি ও কারফিউ’র সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা থাকায় একদিন বাড়তি ছুটি ঘোষণা করল গোবিপ্রবি কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (সোমবার, ২১ জুলাই) থেকে যথারীতি শ্রেণিকক্ষ, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে একই দিন সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই সময় শেষে কারফিউ পুরোপুরি না তুলে সময় ধরে শিথিল করা হয়।
- এইচকে/এটিআর