Logo

ক্যাম্পাস

ইবিতে সাজিদের মৃত্যুতে শোক র‍্যালি, তদন্ত ও শাস্তির দাবি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৩৭

ইবিতে সাজিদের মৃত্যুতে শোক র‍্যালি, তদন্ত ও শাস্তির দাবি

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ১৫ দফা দাবির দ্রুত বাস্তবায়ন ও হাফেজ সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে শোক র‍্যালি করেছে।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিভাগ থেকে একটি শোক র‍্যালি বের হয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভাগ মাঠে থাকবে।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি বলেন, ‘সাজিদ আমাদের সন্তানের মতো ছিল। আমরা তার পরিবারের কাছে কমিটমেন্ট দিয়েছি, বিচারের জন্য শেষ পর্যন্ত লড়বো।’

অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী সাজিদের স্মৃতিকে ধারণ করতে বিশ্ববিদ্যালয়ের কোনো ভবন বা হল তার নামে করার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত রুটিন উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবো।’

গত ১৭ জুলাই সন্ধ্যায় শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মরদেহ উদ্ধার করে। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর